/anm-bengali/media/media_files/WQUkDGf6wE2TUSiLCP8L.jpg)
নিজস্ব সংবাদদাতা : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আসমুদ্র হিমাচল পর্যন্ত পালিত হচ্ছে দিনটি। এমনকি দীঘা সমুদ্র সৈকতের চেহারাও বদলে গিয়েছে এদিন। সমুদ্রের পাড়ে উড়ছে ভারতের তেরঙ্গা। পাশে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ আন্তর্জাতিক যোগ দিবসের ব্যানার। আর তার সামনে যোগাভ্যাসে মেতে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্তর্জাতির যোগ দিবসের লোগো দেওয়া টি শার্ট গায়ে দিয়ে শরীর চর্চা করে দিনটির উদযাপন করলেন তিনি।
তবে তিনি একা নন, তার সঙ্গে ছিলেন প্রাক্তন সেনাকর্মীরা। প্রসঙ্গত, শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে প্রতিদিন যোগাভ্যাস অত্যন্ত জরুরী। দৈনিক অভ্যাসে থাকা কিছু যোগব্যায়াম ও প্রাণায়াণামও করতে দেখা গেল নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনতাকে। বেশ কিছু ফ্রিহ্যান্ড এক্সারসাইজও করলেন তিনি। তার সাথে তাল মেলালেন প্রাক্তন সেনাকর্মীরাও। সব মিলিয়ে দীঘার সমুদ্র সৈকতে এ এক অন্য সকাল। আর চার পাঁচটা দিনের মতো নয়। যোগ দিবসের উদযাপন এক আলাদাই মাত্রা যোগ করেছে পর্যটন কেন্দ্র দীঘার মুকুটে। দেখুন ভিডিও।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন।সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। সেই থেকেই প্রতি বছর পালিত হয়ে আসছে দিনটি। অন্যদিকে, চলতি বছরে আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবস উপলক্ষ্যে তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।' এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে বলেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্মরণ করান প্রধানমন্ত্রী। যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করার বার্তা দেন তিনি।
প্রধানমন্ত্রী দেশে না থাকলেও কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকেই নিজেদের মতো করে দিনটির উদযাপন করছেন। বালাসোরেও উদযাপিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। স্থানীয় বিধায়ক-সাংসদরা সকলেই মেতে উঠেছেন যোগাভ্যাসে। সেনা জওয়ানরাও দিনটি উদযাপন করছেন যথাযথ মর্যাদায়।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে, দীঘার সমুদ্র সৈকতে প্রাক্তন সেনাকর্মীদের সাথে যোগাভ্যাসে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শ্রী @SuvenduWB#InternationalDayofYoga2023pic.twitter.com/hvrzaBRfHJ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us