ছোট্ট গ্রাম থেকে আন্তর্জাতিক শিল্পী, বালিচক এর দেবাশীষ বেরার সাফল্যের গল্প জানুন

তার কাহিনী পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-08 at 4.02.59 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের বালিচক এলাকার এক সুপরিচিত নাম দেবাশীষ বেরা। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পারিবারিক আবহে শিল্পচর্চার সংস্পর্শে এসে, নিজের প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একজন খ্যাতিমান ভাস্কর্যশিল্পীতে।

কাঠ ও পাথরের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন নানা মনীষী, বিমূর্ত ভাস্কর্য। দেশ-বিদেশে বহুল আলোচিত তার শিল্পকর্ম। বিদেশে বছর কয়েক কাজ করার পর দেশে ফিরে নিজ গ্রামেই তৈরি করেছেন তিনি একটি শিল্প স্টুডিও। সেখানে তার সহযোগিতায় অনেক শিল্পী ও কর্মী তৈরি করছেন নানা অসাধারণ শিল্পকর্ম।

বিদেশি আর্ট স্টুডিওতে কাজ করার পাশাপাশি, দেবাশীষ বেরা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীতে। তার নিপুন হাতের স্পর্শে তৈরি ভাস্কর্য আজও বিদেশের মাটিতে ঝলমলে। দেশের একাধিক সরকারি ও বেসরকারি প্রকল্পেও কাজ করেছেন এই প্রতিভাবান শিল্পী। বালিচকের এই আর্ট স্টুডিওতে পা রাখলে মুগ্ধ হবেন আপনি। বিবেকানন্দের মূর্তি, মায়ের প্রতিকৃতি, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য - সবকিছুই কাঠে ফুটিয়ে তুলেছেন দেবাশীষ।পাথরের ভাস্কর্যেও তার দক্ষতা অপরিসীম। দেবাশীষ বেরার শিল্পভাবনা ও কর্মদক্ষতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

WhatsApp Image 2025-12-08 at 4.24.51 PM