আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ঝাড়গ্রামে হয়ে গেল একাধিক সচেতনতামূলক কর্মসূচি

শোভাযাত্রার আয়োজন করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mrrdde

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৬ জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলির মূল লক্ষ্য ছিল সমাজের সর্বস্তরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এদিন ঝাড়গ্রাম শহরে একটি শোভাযাত্রার আয়োজন করে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ কর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কর্মকার। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে শোভাযাত্রাটি মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেয়।

একই দিনে সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায় সাঁকরাইল থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় আরও একটি সচেতনতামূলক শোভাযাত্রা। কুলটিকরী এস.সি. হাইস্কুলের ছাত্ররা এতে অংশগ্রহণ করে। বাজার চত্বরে পরিক্রমার সময় পুলিশ ও ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন। উপস্থিত ছিলেন, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অন্যদিকে, জাম্বনী থানার উদ্যোগে পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। পুলিশ ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।