New Update
/anm-bengali/media/media_files/2025/06/26/m435fdd-2025-06-26-22-00-49.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার প্রতিরোধ দিবস অনুষ্ঠিত হল কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা, মন্ত্রী শশী পাঁজা সহ কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
এদিন পুলিশ কমিশনার জানান, “সারা বছর ধরে কলকাতা পুলিশ ড্রাগসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এইদিক থেকে কলকাতা অনেক সেফ। এখনও পাচারকারীরা আছে, কিছু পকেট রয়েছে আমরা নজর রাখছি।
/anm-bengali/media/post_attachments/751bc751-c79.png)
এছাড়া পুলিশ কমিশনার রথযাত্রা নিয়ে বলেন, “এবারে রথ একটু স্পেশাল, দীঘাতেও হচ্ছে। কলকাতায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকবে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us