তীব্র দাবদাহঃ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষাবার্তা

প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষাবার্তা।

author-image
Adrita
New Update
g

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আজ ২৭ এপ্রিল বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সমগ্র জেলা জুড়ে প্রতিটি থানা এলাকায় প্রবল দাবদাহে বন্যপ্রাণীদের সুরক্ষার্থে জনসাধারণের উদ্দেশে একটি বিশেষ সচেতনবার্তা দেওয়া হলো। বর্তমান পরিস্থিতিতে গ্রীষ্মের প্রখর তাপে জঙ্গলে দাবানল লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জঙ্গলে আগুন লাগলেই অতি সত্বর সাধারণ মানুষকে বিষয়টি নিকটবর্তী প্রশাসনের নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।

জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতার উপর জ্বলন্ত বিড়ি, সিগারেট ইত্যাদি না ফেলার আর্তি জানানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগানো একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জীব বৈচিত্রের ক্ষতিসাধন হয়।

Heat Stroke: গ্রীষ্মে আদরের পোষ্যের হিট স্ট্রোক! ভয়ঙ্কর ডিহাইড্রেশন  হয়েছে, বুঝবেন কীভাবে? - Bengali News | How to identify a dehydration in  pets | TV9 Bangla News

এছাড়া বিভিন্ন জীবনদায়ী গাছ, ঔষধি ও নিরীহ বন্যপ্রাণীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই এই তীব্র দাবদাহে নিজেদের পাশপাশি বন্যপ্রাণীদেরও যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। সবাইকে সুস্থ এবং সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। 

Add 1