New Update
/anm-bengali/media/media_files/M1MpuxoCJDOkftacdxwk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের একবার আবহাওয়া বদলের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার দুপুরে রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে একটি বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিনটি হল রাজ্যে কুয়াশার (Fog) সতর্কতা নিয়ে। আজ ও আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে। আর এই দৃশ্যমানতা থাকতে পারে ৫০ থেকে ১৯৯ মিটারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়ায় ঘন কুয়াশার দাপট চলবে।
আবহাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গ : তারিখ ১০.০১.২০২৪ । প্রথম এবং দ্বিতীয় দিন ছাড়া বাকি দিন গুলোয় কোনো সতর্কতা নেই । pic.twitter.com/gO4C972A6q
— IMD Kolkata (@ImdKolkata) January 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us