New Update
/anm-bengali/media/media_files/id11s8vR8WML5JBPqrR1.jpeg)
নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই ভোট প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। শনিবার সাতসকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট এলাকায় প্রচার সারলেন বাম প্রার্থী বিপ্লব মৈত্র। এদিন প্রচার শেষে প্রার্থী চায়ের দোকান থেকে নিজে চা নিয়ে সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে বিতরণ করলেন। তীব্র দাবদাহের কারণে সকাল সকাল এই প্রচার বলে দাবি প্রার্থী বিপ্লব মৈত্রের।
/anm-bengali/media/post_attachments/99b7a982-b8c.png)
এদিন প্রার্থী বলেন, "তৃণমূল-বিজেপি এক মুদ্রার এপিট-ওপিট। আমাদের লড়াই কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, বেকার যুবকের কর্মসংস্থান যাতে হয় এবং শিক্ষার বেহাল অবস্থা যেন দূর হয় এছাড়াও শিক্ষায় বরাদ্দ বাড়ানো সহ মানুষের স্বার্থে সংসদে আমাদের লড়াই হবে। আরামবাগ লোকসভা কেন্দ্র বরাবরই বামপন্থীদের পক্ষে, ওরা কয়েকবার জিতেছে সন্ত্রাস ভয় দেখিয়ে।"
/anm-bengali/media/post_attachments/43d2fdb2-a47.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us