/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-17-11-02.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের রাস্তায় স্কুল বাস ও ছোট গাড়িতে করে স্কুল পড়ুয়া শিশুদের যাতায়াত নিরাপদ করতে কড়া নজরদারি চালাল জেলা ট্রাফিক পুলিশ। সম্প্রতি হাওড়ায় তিন স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন আরও তৎপর হয়েছে। তারই অংশ হিসেবে এদিন ঝাড়গ্রামের সারদা পীঠ মোড়ে সমস্ত স্কুল বাস ও ছোট যাত্রীবাহী গাড়ি থামিয়ে নিরাপত্তা-সংক্রান্ত গাইডলাইন ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন জেলা পুলিশের ট্রাফিক শাখা ও পরিবহণ দফতরের আধিকারিকরা।
স্কুল পড়ুয়াদের সিটবেল্ট ব্যবহার, অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেস সার্টিফিকেট, গাড়ির কাগজপত্র, চালকের লাইসেন্স, স্পিড গভর্নর, ফার্স্ট-এইড বক্স—সব কিছুই খুঁটিয়ে পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক আমির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর খন্দকার সাইফুদ্দিন আহমেদ, ওসি ট্রাফিক এবং পরিবহণ দফতরের অন্যান্য আধিকারিকরা। জেলা পুলিশের এই তৎপরতায় অভিভাবকরাও স্বস্তি প্রকাশ করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-17-11-20.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us