/anm-bengali/media/media_files/6JB79RsGgkxCXN3vGWo2.jpeg)
হরি ঘোষ, লাউদোহা : গ্রীষ্মের শুরুতেই সূর্যদেবের প্রচন্ড রোষের মুখে পড়ে প্রখর তাপে পুড়ছে রাজ্য। অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও চলছে দাবদাহ। কয়েকদিনেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রির বেশি। এই গরমে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকেরা।
কিন্তু বিভিন্ন প্রয়োজনে মানুষকে বাইরে বেরোতে হচ্ছে সান স্ট্রোক, হিট স্ট্রোকের বিপদ জানা সত্ত্বেও। তাই পথ চলতি মানুষজনকে সাময়িক স্বস্তি দিতে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিতরণ করা হল শরবতসহ ঠান্ডা পানীয়।
/anm-bengali/media/media_files/0E9zDV9MaciXYHOfKjnt.jpeg)
পানশিউলি স্কুল মোড়ের সামনে মঙ্গলবার পথ চলতি মানুষজনকে ঠান্ডা পানীয় ও শরবত খাওয়ানো হয । সেই সাথে ছিল ছোলা ও নকুলদানা। দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, 'সপ্তাহে ২ দিন প্রতি মঙ্গল ও শনিবার দলের পক্ষ থেকে ঠান্ডা পানীয় ও সরবত বিতরণ করা হচ্ছে। কারণ এই ২ দিন এলাকায় হাট বসে। ফলে মঙ্গল ও শনিবার অন্যান্য দিনের তুলনায় বেশি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন'। তাদের তৃষ্ণা মেটাতে ও সাময়িক স্বস্তি দিতেই এই ব্যবস্থা বলে জানান গৌতম বাবু।
/anm-bengali/media/post_attachments/2a13dbc83d8f47baeefb541df0540830373d5fddc083e0296cf05af1462cc656.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us