শিল্পপতি সৌরভ! নাম না করে TMC-কে 'মুলো' বললেন বিজেপি নেতা?

ক্রিকেটার থেকে এবার শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়! শিল্প গড়তে চাই মূলধন। কোথা থেকে আসবে? রাজনীতি? তৃণমূলের নাম না করে সৌরভকে জড়িয়ে পোস্ট তথাগত রায়ের। দিলেন খোঁচা।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023
adswd

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : লক্ষ্য শিল্প। স্পেন সফর থেকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে বড় ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার হিসেবে বিশ্ব তাকে চিনলেও আদতে তিনি ব্যবসায়ী পরিবারের সন্তান। তাই ব্যবসা তার রক্তে। মেদনীপুরে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হওয়া থেকে শিল্প গড়ার ঘোষণা,  রাজনৈতিক মহলে ঝড় তুলেছেন মহারাজ। বিরোধীরা দিচ্ছে নানা খোঁচা। এবার বর্ষীয়ান বিজেপি নেতী তথাগত রায় তুললেন প্রশ্ন। এক্স হ্যান্ডেলে তার পোস্টে তিনি তৃণমূলের নাম না করে স্রেফ মুলো বলে বিঁধেছেন। লিখেছেন, ''সৌরভ নাকি শালবনিতে ‘ইস্পাত কারখানা’ বানাবেন ! কিন্তু তার মানেটা কি? ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট? রিরোলিং প্ল্যান্ট ? স্পঞ্জ আইরন (যা ভয়ঙ্কর দূষণ ছড়ায়)? এতে উনি কত টাকা বিনিয়োগ করবেন?মুলোদের তরফ থেকে একটি উত্তর পেলে নিজেকে ধন্য মনে করব। আর না পেলে জানব ওঁরা কিছু বোঝেনই নি।'' তথাগত রায়ের পোস্টে কমেন্টও আসছে ঝড়ের গতিতে। সৌরভকে নিয়ে জোর চর্চা চলছে। তুলোধনা চলছে রাজ্য সরকারেরও।