ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন জেলা কংগ্রেসের

প্রয়াণ দিবস পালিত হল দুর্গাপুর মহকুমা সেবাদল কংগ্রেসের উদ্যেগে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-31 at 09.21.45

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ ৩১ অক্টোবর স্বাধীনতা সংগ্রামী এশিয়ার মুক্তি সূর্য, ভারতরত্ন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ৪২ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল দুর্গাপুর পূর্ব বিধানসভা অন্তর্গত রঘুনাথপুরে, দুর্গাপুর মহকুমা সেবাদল কংগ্রেসের উদ্যেগে।

ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বক্তা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি তরুণ রায় মহাশয়, ওনার সাথে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করেন আইএনটিইউসির নেতা রানা সরকার, মহকুমা সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, জেলা যুব কংগ্রেস এর সাধারন সম্পাদক সুব্রত ঘোষ, কংগ্রেস নেতা তুষার ঘোষ, কংগ্রেস মাইনরিটি সেল এর নেতা নাশিমুল্লা খান, ইমতিয়াজ খান, মহিলা কংগ্রেস নেত্রী হাসি দাস ও সংগীতা ঘোষ।

WhatsApp Image 2025-10-31 at 09.21.44

তরুণ রায় বলেন, “ভারতবর্ষকে বিশ্বের দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন আজকে ভারতবর্ষকে যেভাবে জাত পাতের কথা বলে বিভেদকামি শক্তি ভারতবর্ষে সোভাতৃত্ব পরিবেশকে নষ্ট করতে চাইছে সেই জায়গায় ইন্দিরা গান্ধীর চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সমগ্র কংগ্রেস কর্মীদেরকে”। তিনি আরও বলেন, “আমাদের সোজাগ দৃষ্টি রাখতে হবে SIR এর প্রতি, তার কারণ কোনোভাবে কোনো মানুষ যেনো বঞ্ছিত না হয়”।