BRICS বৈঠকে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কমছে

পহেলগাম হামলার জেরে কূটনৈতিক সম্পর্কের অবনতি, BRICS-এ যোগ দেবে না ভারত?

author-image
Jaita Chowdhury
New Update
২০২৪ সালের BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়

নিজস্ব সংবাদদাতা: BRICS বৈঠকে যোগ নাও দিতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়েছে। সেই কারণে এই বৈঠকে যোগ নাও দিতে পারে ভারত। ৩০ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠিত হবে ব্রিকস বৈঠক।

পূর্ব কঙ্গোতে একের পর এক জঙ্গি হামলা, নিহত ২২