ভারত-বাংলাদেশ সীমান্ত নারী পাচারের সেফ করিডর, বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের সদস্যের

কি বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
Rape

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: কখনও বাংলাদেশি অনুপ্রবেশ, আবার কখনও শিশু, নারী ও মানব পাচার- এগুলো সীমান্ত এলাকায় একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। অনেক ক্ষেত্রেই তা সামাল দেওয়া চ্যালেঞ্জের হয়ে ওঠে। এই সমস্ত ঘটনা যাতে রোধ করা যায় সে নিয়েই ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এসে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। তিনি বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গের সীমান্ত নারী পাচারের সেফ করিডর"। তিনি আরও বলেন, "অনেক সময় পাচার হয়ে যাওয়া নারীদের উদ্ধার করা হলেও তাদের সাথে প্রশাসন সঠিক ভাবে থাকে না"। এক কথায় নারী পাচার নিয়ে রাজ্যে পুলিশ প্রশাসনের যে উদাসীনতা তা নিয়েও প্রশ্ন তোলেন অর্চনা দেবী।

Screenshot 2025-10-03 212130