নির্দলদের তৃণমূলে ফেরা শুরু! পঞ্চায়েতের ‘পাশা’ বদল

ইসলামপুরে কানাইয়ালালের উপস্থিতিতেই পঞ্চায়েতের ‘পাশা’ বদল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
123dd

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ টিকিট না পেয়ে নির্দল হয়ে পঞ্চায়েত ভোটে লড়লে দলে ঠাঁই নেই, বারবার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ ভোটের ফল প্রকাশের পর এক মাসও কাটেনি। এর মধ্যেই নির্দলদের ঘরে ফেরা শুরু। নির্দলদের রীতিমতো ধুমধাম করে ফেরানো হচ্ছে তৃণমূলে। এই ঘটনা দেখা গেল ইসলামপুরের গাইসাল-২ গ্রামপঞ্চায়েতে। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়ানো বিক্ষুব্ধদের দলে ফেরাল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। দলে ফিরে তাঁরা জানিয়েছেন, তৃণমূলেই ছিলেন। অন্যদিকে জেলা নেতৃত্বের দাবি, যাঁদের দলে নেওয়া হয়েছে, তাঁরা কেউ বহিষ্কৃত নন।

গাইসাল-২ গ্রামপঞ্চায়েতে মোট ১৪টি আসন। ভোটে ৪ জন তৃণমূলের প্রতীকে জিতলেও এবার ১৪ আসনই তাদের। রবিবার মোট ১০ জন জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেন। এর মধ্যে বিক্ষুব্ধ তৃণমূল নির্দল যেমন আছেন, বিজেপি ও কংগ্রেস থেকেও এসেছেন বলে দাবি তৃণমূলের। ৭ জন নির্দল, ১ জন বিজেপি, ২ জন কংগ্রেসের জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেন। এছাড়া ২ জন পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীও এদিন তৃণমূলে যোগদান করেন।