১৮ অগাস্ট স্বাধীনতা দিবস!

স্বাধীনতা দিবস আজও পলিত হচ্ছে! ভারত স্বাধীন হয়েছিল ১৫ আগস্ট। কিন্তু এ রাজ্যে এমন এক জেলা রয়েছে যেখানে স্বাধীনতা ধরা দিয়েছিল ১৮ আগস্ট। জেলাটির নাম হল মালদা।

author-image
Pallabi Sanyal
New Update
১১১

নিজস্ব প্রতিনিধি, মালদা :  ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, মালদা জেলা আক্ষরিক অর্থে স্বাধীনতার স্বাদ পেয়েছিল তার ঠিক তিনদিন পর অর্থাৎ ১৮ আগস্ট। তাই প্রতি বছর ১৮ আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে আসছে মালদায়। শুক্রবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ স্বাধীনতা দিবস উদযাপনের ছবি নজরে এল বাঁধ রোড এলাকায় মালদা জেলা গ্রন্থাগারের বই বাগানে। জাতীয় পতাকা উত্তোলন সহ নানান দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলেন মালদার সংস্কৃতি প্রেমী শিল্পী, সাহিত্যিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা মিলে। উপস্থিত মালদা জেলা গ্রন্থাগারের সচিব প্রসেনজিৎ দাসও।