New Update
/anm-bengali/media/media_files/m2LJclxS7Kui6bKri5fv.jpg)
কৃষ্ণ কল্যাণী
নিজস্ব সংবাদদাতা : বুধবারের পর বৃহস্পতিবারেও আয়কর-তল্লাশি জারি রইলো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নারোই এলাকার তেলের মিলে। ফলে আজও বন্ধ কাজ। ছুটিতে শ্রমিকরা। এদিকে গতকাল যে সকল শ্রমিকদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল তদন্তের স্বার্থে সেই মোবাইল এখনও ফেরত দেওয়া হয়নি বলে খবর সূত্রের। মিলের অন্দরে চলছে তল্লাশি, বাইরে উপচে পড়া ভিড়।
প্রসঙ্গত, তেলের মিলের অফিসের বিভিন্ন লেনদেনের নথি খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে চলছে তল্লাশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us