New Update
/anm-bengali/media/media_files/2025/02/06/wt93D29euHbtzyAVb5WF.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি: রাজ্যস্তরিয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার। পশ্চিম মেদিনীপুরের দাতনের সাবড়াতে একটি ক্লাবের উদ্যোগে রাজ্যের ১৬ টি জেলার ১৬ টি দল নিয়ে দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার।
/anm-bengali/media/post_attachments/ef28c042-09d.png)
কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছৌ-নৃত্য আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ ইপ্তেকার আলী ও অন্যান্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us