New Update
/anm-bengali/media/media_files/xt6dNNSYBFXcPWLGcyRH.jpg)
নিজস্ব সংবাদদাতা, পটাশপুরঃ গত কয়েকদিন আগে ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ও ২ নাম্বার ব্লকে। বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবেছিল। বিঘার পর বিঘা ধান জমি, মাঠ-ঘাট ডুবে গিয়েছিল।
এর ফলে ধান চাষে ব্যাপক ক্ষতি হতে হয়েছে। কারণ, ধান জমিও জলের তলায় চলে গিয়েছে। বেশ কয়েক দিন জলের তলায় থাকার ফলে, ধান গাছের গোড়া পচতে শুরু করেছে। পুজোর মুখে তাই মাথায় হাত চাষিদের। তাদের দাবি সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us