New Update
/anm-bengali/media/media_files/c1NHWtcKgGHiyptKBKW0.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আরজি করের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছে। সারা দেশ আজ এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
/anm-bengali/media/post_attachments/353b5c5d-d47.png)
আর জি করের ঘটনায় এবার দোষীদের শাস্তির দাবীতে মশাল মিছিল করল ডেবরাবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিহরপুর সমাজ সচেতন ঐক্য মঞ্চ নামে একটি সঙ্গঠনের পক্ষ থেকে আজ এই মিছিল হয়।
/anm-bengali/media/post_attachments/328574be-5a2.png)
এদিন মশাল হাতে এলাকাবাসী থেকে পড়ুয়া সবাই সামিল হয় এই মিছিলে। হরিহরপুর এলাকা জুড়ে এই মিছিলে বহু মানুষ সামিল হয়েছিল। তাদের সকলের দাবী একটাই ' জাস্টিস ফর আরজি কর। '
/anm-bengali/media/post_attachments/3b1aafc4-54f.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us