আরজি কর কাণ্ডে এবার মশাল হাতে রাস্তায় নামলেন ডেবরাবাসী

প্রতিবাদে ডেবরাবাসী।

author-image
Adrita
New Update
এও

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আরজি করের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছে। সারা দেশ আজ এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 

আর জি করের ঘটনায় এবার দোষীদের শাস্তির দাবীতে মশাল মিছিল করল ডেবরাবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিহরপুর সমাজ সচেতন ঐক্য মঞ্চ নামে একটি সঙ্গঠনের পক্ষ থেকে আজ এই মিছিল হয়।

এদিন মশাল হাতে এলাকাবাসী থেকে পড়ুয়া সবাই সামিল হয় এই মিছিলে। হরিহরপুর এলাকা জুড়ে এই মিছিলে বহু মানুষ সামিল হয়েছিল। তাদের সকলের দাবী একটাই ' জাস্টিস ফর আরজি কর। '