বাবর, রিজওয়ানদের আর দেখতে পারবে না ভারতের দর্শকরা, বন্ধ তাঁদের অ্যাকাউন্ট
‘তুমিই সেই মেয়ে…’, করিনাকে শুনতে হয়েছিল এমন কথা! এতদিনে প্রকাশ্যে আনলেন
"ইনি সেই সোনিয়া গান্ধী"...! সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিটে ক্ষুব্ধ এই নেতা
BREAKING: অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস কাজে আসেনি! হায়দ্রাবাদকে হারিয়েছে গুজরাট
তথ্য কেবল তথ্য, তাতে রাজনীতি যোগ করার মানে নেই!
পহেলগাঁও হামলা, সমগ্র বিরোধী দল এবার সরকারের পাশে, প্রয়োজন উপযুক্ত জবাব
জ্যোতির রেজাল্টে উজ্জ্বল চট্টোপাধ্যায় পরিবার
সাধারণ ঘর থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখে দেবাদ্রিতা
অষ্টম স্থানাধিকারী উদিতা চায় আইআইটিতে পড়তে, আর কি চায় সে?

পানাগড় শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সামনে ধুন্ধুমার কান্ড

শাসক দলের দুই গোষ্ঠীর ক্ষমতা জাহিরের লড়াইকে কেন্দ্র করে পানাগড় শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সামনে ধুন্ধুমার কান্ড ঘটে আজ। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সম্প্রসারনের কাজের বরাত পায় ভিন জেলার এক এজেন্সি। সেই নিয়েই শুরু হয় বিক্ষোভ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
PANAGARH.JPG

হরি ঘোষ, দুর্গাপুর : সিন্ডিকেটের লড়াই এবং শাসকের দুই গোষ্ঠীর ক্ষমতা জাহিরের লড়াইকে  ঘিরে পানাগড় শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সামনে ধুন্ধুমার কান্ড ঘটে আজ। বিশাল পুলিশ বাহিনীকে ছুটে আসতে হলো পরিস্থিতিকে  সামাল দিতে। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এই রাষ্ট্রায়ত্ত গ্যাস  সংস্থার সম্প্রসারনের কাজের বরাত পায় ভিন জেলার এক এজেন্সি। আজ সকালে কর্মীদের নিয়ে কাজ করতে এলে তাদের বাধা দেওয়া হয় সংস্থার গেটের ভেতর। নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করে এই আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে।  দাবি করতে থাকে কোনোভাবে বাইরের লোকজনদের নেওয়া যাবে না এই কাজে। এমনকি সম্প্রসারণের  কাজে ব্যবহারের জন্য সব সামগ্রী নিতে হবে স্থানীয় দোকানদারদের কাছ থেকে। এইদিকে আন্দোলনকারীদের আটকাতে তখন শাসক দলের আরো এক গোষ্ঠী প্রতিবাদ জানাতে থাকে। কোনো ভাবে শিল্পতালুকে কাজ আটকানো যাবে না বলে সাফ জানিয়ে দেয় ঐ গোষ্ঠীর লোকজন। তারাও আবার নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি জানাতে থাকে। নিমেষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।  দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে হতে সংঘর্ষ লেগে যায়। ভাঙচুর করা হয় শিল্পতালুকে থাকা বেশ কয়েকটি দোকানে ।  বিশাল পুলিশ বাহিনী এসে দু পক্ষকে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবে তারা শান্ত হয়নি উল্টে ঐ ঠিকাদার ও তার লোকজনকে সংস্থার ভেতরে ঢুকতে দিতে তারা বাধা দেন।  এই সময় পুলিশের সাথে বচসা শুরু হয়ে যায় আন্দোলনরত তৃণমূল কর্মীদের একাংশের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে মহিলারাও।