ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলার একাধিক জেলা— আজ সুপ্রিম কোর্টে মুখোমুখি লড়াই

সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিকতা নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে। বিরোধীরা দাবি করেছে, এই আইন জমির অধিকার কেড়ে নিচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আজ, বুধবার, সুপ্রিম কোর্টে হতে চলেছে গুরুত্বপূর্ণ শুনানি। নতুন এই আইন ঘিরে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্য। বিরোধীদের একাংশ এই আইনকে সংবিধানবিরোধী বলে দাবি করেছে। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে সাধারণ মানুষের জমি জোর করে ‘ওয়াকফ সম্পত্তি’ হিসেবে ঘোষণা করা হচ্ছে, যার ফলে বহু মানুষ তাদের বসতভিটা ও জমির অধিকার হারানোর আশঙ্কায় রয়েছেন।এই পরিস্থিতিতে একাধিক বিরোধী নেতা সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁদের আবেদনের ভিত্তিতেই আজ শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা।

Samserganj

বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলার বিভিন্ন জেলায় এই আইন ঘিরে বিক্ষোভ, মিছিল, এমনকি হিংসাত্মক ঘটনাও ঘটেছে। মুর্শিদাবাদ ও ভাঙড়ে বিক্ষোভের জেরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। আজকের শুনানি থেকে কী সিদ্ধান্ত আসে, সে দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ, এই রায়ের প্রভাব শুধু রাজনীতি নয়, দেশের কোটি কোটি মানুষের জমির অধিকার ও ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্নের সঙ্গেও জড়িত।