New Update
/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-16-2025-07-16-15-49-21.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টি ঝাড়খণ্ডে। তার প্রভাব এসে পড়ল মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকার জল মুরারি বাসোয়া দিয়ে সুতি থানা এলাকায় প্রবেশ করে। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে সুতি ১ নম্বর ব্লকে উমদাপুর গ্রাম পঞ্চায়েতের শাহজাদপুর এলাকা। জলমগ্ন শাহাজাদপুর থেকে কেবি রোড যাওয়ার একমাত্র রাস্তা। প্রবল বর্ষণে রাস্তা জলমগ্ন হয়ে থাকায় ব্যাহত জনজীবন।
/anm-bengali/media/post_attachments/sites/default/files/article_images/2025/06/23/202506233435055-1750679701-397696.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us