/anm-bengali/media/media_files/2024/11/22/KsKtQPnXlgimT4dRxGlV.png)
নিজস্ব সংবাদদাতা: এবার ডেবরার তৃণমূল বিধায়কের বার্তা সামনে এনে শোরগোল ফেলে দিলেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "মুসলমানদের মধ্যে অপরাধ প্রবণতার প্রধান কারণ অশিক্ষা , unemployment এবং অনুন্নয়ন।। ডেবরার তৃণমূল বিধায়ক আজকে এই কথা বললেন কিন্তু এই একই কথা তো আমরা বেশ কিছুদিন ধরে বলে আসছি।। মুসলমান সমাজকে তৃণমূল শুধুমাত্র ব্যবহার করে কিন্তু তাদের উন্নয়নের কথা ভাবেনা।।এদেরকে দিয়ে যাবতীয় অপরাধমূলক কাজ করা তৃণমূল এবং প্রয়োজন ফুরালে এদেরকে শেষ করে দেয় তৃণমূল।।"
মুসলমানদের মধ্যে অপরাধ প্রবণতার প্রধান কারণ অশিক্ষা , unemployment এবং অনুন্নয়ন।। ডেবরার তৃণমূল বিধায়ক আজকে এই কথা বললেন কিন্তু এই একই কথা তো আমরা বেশ কিছুদিন ধরে বলে আসছি।।
— Tarunjyoti Tewari (@tjt4002) November 21, 2024
মুসলমান সমাজকে তৃণমূল শুধুমাত্র ব্যবহার করে কিন্তু তাদের উন্নয়নের কথা ভাবেনা।।
এদেরকে দিয়ে যাবতীয়… pic.twitter.com/11J8gajyon
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us