৩ জায়গায় একযোগে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোলাই মদ উদ্ধার

কোথায় চালানো হল অভিযান?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 4.00.46 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুর ৩ জায়গায় একযোগে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বেআইনি চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল আবগারি দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই সমস্ত এলাকা থেকে বেআইনি চোলাই মদ তৈরি এবং বিক্রির অভিযোগ আসছিল। গতকাল রাতে ঘাটাল আবগারি দফতরের অফিসার এবং কর্মীরা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে উদ্ধার করে লক্ষ্যাধিক টাকার চোলাই মদ এবং মদ তৈরির জিনিসপত্র।

WhatsApp Image 2025-07-15 at 10.57.53 AM