/anm-bengali/media/media_files/2025/07/03/cover-27-2025-07-03-20-33-21.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বেআইনিভাবে কাঠ পাচার হচ্ছিল মেদিনীপুর সদরে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো বন দপ্তরের কর্মীরা। বুঝতে পেরে সেই কাঠ লুকিয়ে ফেলেছিল একটি অবৈধ কাঠ চেরাই মিলে। সেখানে হানা দিয়ে কাঠ বোঝাই করা ট্রাক্টর বাজেয়াপ্ত করল বনদপ্তর। পাশাপাশি অবৈধভাবে চলা ওই মিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বনবিভাগ।
ঘটনাটি বুধবার বিকেলে মেদিনীপুর সদরের ফুলপাহাড়ি এলাকায় ঘটে। জানা গিয়েছে, একটি ট্রাক্টরে বিভিন্ন প্রজাতির ১৫ টি গাছের গুড়ি লোড করে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হাজির হন বনকর্মীরা। পাচারকারীরা বুঝতে পেরে ট্রাক্টর লুকিয়ে ফেলে একটি বেআইনিভাবে চলা কাঠ চেরাই মিলে। সেখানে হানা দেয় বনকর্মীরা।
কাঠ বোঝাই করা ট্রাক্টরটিকে মেদিনীপুর রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে চলা কাঠ চেরাই মিলের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে বনদপ্তর। বনদপ্তরের গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, "একটি ট্রাক্টরে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছিল। খবর পেয়ে বনকর্মীরা সেখানে যেতেই ট্রাক্টরটি একটি কাঠ মিলে লুকিয়ে দেয়। ওই কাঠ চেরাই মিলটির বৈধ কোনো কাগজপত্র নেই। এর আগেও ওই মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সিল করে দেওয়া হয়েছিল মেশিন। তারপরও লুকিয়ে চলছে। কাঠ বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেআইনি মিলের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে"।