ভূতুড়ে ভোটার নিয়ে এবার বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের, উঠল প্রতিবাদের ঝড়

তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য নতুন ঝড় তুলে দিয়েছে রাজনীতির অন্দরে।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-08 at 19.47.29

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ‘বহিরাগতরা সামনের বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে ভোট দিতে এলে তাদের হাত পা ভেঙে দেওয়ার’ নিদান দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। “বাংলার আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যে বা যারা কাটমানি নিচ্ছেন, জানবেন ঐ টাকা আপনার বাপের শ্রাদ্ধে লাগবে, পার্টির কাজে নয়”, বিস্ফোরক এমনই মন্তব্য করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

নেত্রীর নির্দেশ মাফিক ব্লকে ব্লকে বুথ কর্মীদের নিয়ে সম্মেলন চলছে। আর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন। বুথ কর্মী সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, “হরিয়ানা থেকে এসে কেউ পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে যাবেন, আর আমরা আইসক্রিম খাবো তা হয়না, একটারও হাত পা গোটা থাকবে না। কোনো পঞ্চায়েত সদস্য বা দলের কেউ যদি গরিবের বাড়ি তৈরির জন্য পার্টির নাম করে টাকা তোলেন নিজের ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য, জানবেন পাপ বাপকেও ছাড়েনা ওটা আপনার বাবার শ্রাদ্ধে কাজে লাগবে”। 

একই সাথে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি দেওয়াল লেখেন তিনি চাকরি পাবেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়। যদি কেউ তা না দেন দরকার পড়লে ৫০ জন লেঠেল বাহিনীর সাথে তিনি নিজে গিয়ে সেই ঠিকদারের কাজ বন্ধ করে দেবেন। তাতে যে যা বলছে বলুক অসুবিধে নেই, পরোয়া করি না আমি”।

   

স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কর্মী সম্মেলনকে ঘিরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বেপরোয়া মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, “পাণ্ডবেশ্বরে হার নিশ্চিত জেনেই এসব ভুলভাল বকছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। আমরাই তো প্রথম বলেছি মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল ঠিক তেমনি টাকা ছাড়া বাঁচে না”।

আপাতত, তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য নতুন ঝড় তুলেছে রাজনীতির আঙিনায়। 

25rtrfghj