সরকারি নিষেধ অমান্য- প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বালি পাচার! নাম জড়ালো শাসকদলের

মালদার ইংরেজবাজারে মহানন্দা নদীতে অবৈধ বালি পাচার চলছে দেদারে। অভিযোগ, শাসক দলের নেতার ছত্রছায়াতেই চলছে এই পরিবেশ বিধ্বংসী কাজ।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : সরকারি নিষেধাজ্ঞা কার্যত অগ্রাহ্য করে মালদার মহানন্দা নদীর বুকে চলছে অবাধে বালি পাচার। দিনের পর দিন নদীর বুক খুঁড়ে বালি তুলে ফাঁকা করে ফেলা হচ্ছে ইংরেজবাজারের মহানন্দার বিস্তীর্ণ এলাকা। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশব্যবস্থার উপর বিপর্যয় নামলেও থামছে না এই বেআইনি বালি তোলার কাজ।

publive-image

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বালি পাচারের পিছনে হাত রয়েছে শাসকদলেরই এক প্রভাবশালী নেতার। তাঁর ছত্রছায়াতেই চলছে এই ব্যবসা। প্রশাসনের চোখের সামনেই এমন কাজ কীভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

publive-image

বিরোধী রাজনৈতিক দলগুলিও ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে। তাঁদের দাবি, শাসকদলের আশ্রয়ে থেকে অবৈধ বালি পাচার করে নদী ও পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এর বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ না হলে আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিরোধীরা। নদী দূষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে মালদার মানুষ।