অবৈধ খনি, মৃত দুই

মৃত্যু হল দুই ব্যাক্তির।

author-image
Aniket
New Update
eeeff30d-d8a3-4ee9-bc6a-5e1af9a92ca2

নিজস্ব প্রতিনিধি: নতুন ভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই ব্যাক্তির। মৃত ব্যাক্তিদের নাম সঞ্জিত বাউরী, রবি কর্মকার। তারা দুজনেই বাড়ুলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার নর্থ সিহাড়সোল আমবাগান এলাকায়। সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ ইসিএলের সাতগ্রাম এরিয়ার অন্তর্গত মারাফাড়ি আমবাগান অবৈধ কোয়া খাদানে বেশ কিছু ব্যাক্তি ঝালাই করতে উপস্থিত হয়। যার মধ্যে দুজন নিচে নামতে গ্যাসে আক্রান্ত হয়ে যায়।

তাদের সাথে থাকা সঙ্গীরা খবর দেয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনা স্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ দমকল বাহিনী ও সিআইএসএফ কর্মীরা। দেহ তুলতে দেরী হওয়ায় উত্তেজিত হয়ে পড়ে মৃতদের পরিবারের সদস্যরা। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।