New Update
/anm-bengali/media/media_files/NRGmHZvJrZxValcULXsM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বাড়ছে অবৈধ কারখানার হদিশ। আগ্নেয়াস্ত্রের কারবারেরো রমরমা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফ বাসন্তী থানা এলাকায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার পর্দা ফাঁস করে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৩ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ড্রিল মেশিন ও আংশিক তৈরি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু আনুষঙ্গিক জিনিস। ঘটনার তদন্ত চলছে।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে, #WBSTF আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, বাসন্তী থানা এলাকাই একটি অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পায়। বাজেয়াপ্ত করা হয়েছে ড্রিল মেশিন ও আংশিক তৈরি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু আনুষঙ্গিক জিনিস। ঘটনার তদন্ত চলছে। pic.twitter.com/3l0elpanLp
— West Bengal Police (@WBPolice) November 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us