/anm-bengali/media/media_files/2025/05/30/od7D8EO9HEAe2gnVjG2V.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সরকারি খাস জমির উপর বেআইনিভাবে নির্মাণকাজের বিরুদ্ধে তৎপর ভূমিকা নিল বেলিয়াবেড়া থানার পুলিশ ও প্রশাসন। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লক অফিস সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা এক খালি সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজরে আনেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের কাছে। অভিযোগ পেয়ে তৎপর হয় প্রশাসন।
গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী জানান, “আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিএলআরও-কে দ্রুত পদক্ষেপ নিতে বলি। প্রশাসনের তরফে ওই জায়গায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে”। পাশাপাশি বেলিয়াবেড়া থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের সক্রিয় হস্তক্ষেপে খাস জমির উপর পোঁতা খুঁটিগুলি অবিলম্বে তুলে ফেলা হয় এবং বেআইনি নির্মাণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/2025/05/30/RWyxsz05hpWqp8gxTjcW.jpeg)
এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বেলিয়াবেড়া থানার পুলিশ ও প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশাসনের এই রকম দ্রুত পদক্ষেপ আগামী দিনে বেআইনি নির্মাণ রুখতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মত এলাকাবাসীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us