সেচ দফতরের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ! অভিযোগ বহিরাগত দুস্কৃতীদের বিরুদ্ধে

কারা করল এই অভিযোগ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-15 at 9.16.27 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সেচ দফতরের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠছে বহিরাগত দুস্কৃতীদের বিরুদ্ধে। 

স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন, "কেউ বা কারা জোরপূর্বকভাবে সেচ দফতরের জায়গার উপর অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছেন। আমরা সেচ দফতর ও পঞ্চায়েতে জানানোর পরও কেউ বা কারা গায়ের জোরে এই অবৈধভাবে বাড়িগুলো নির্মাণ করছে। ফলে আমরা সমস্ত গ্রামবাসী এইখানে উপস্থিত হয়েছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। সেই ঘটনাকে ঘিরে এলাকায় সময়িক উত্তেজনা তৈরী হয়"। স্থানীয় এলাকার বাসিন্দা গুরুপদ দাসে'র অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ঐ সরকারি জায়গাগুলো কেনা-বেচা করছে। তারা স্থানীয় প্রশাসনকে বার বার জানিয়েছেন। এই জলনিকাশি ঘিরে অবৈধ নির্মাণ হচ্ছে। ফলে জল না বেরাতে পারলে আগামীদিনে তাদের খুবই সমস্যায় পড়তে হবে। কিন্তু অভিযুক্তরা ক্যামেরা দেখেই চম্পট দিয়েছে। তবে ফোনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এগরা ২ ব্লকের বিডিও।

cons

digad