নিজস্ব সংবাদদাতা: বনদপ্তরের জায়গায় পাকাপোক্তভাবে অবৈধ নির্মাণের চেষ্টা। খবর পেয়ে অভিযান চালিয়ে সেই নির্মাণ ভেঙে ফেললেন বনকর্মীরা। ঘটনাটি শনিবার মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, ওই এলাকায় এক ব্যক্তি বনদপ্তরের জায়গায় অবৈধভাবে পাকাপোক্তভাবে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুর রেঞ্জের বন কর্মীরা। জায়গার পরিমাপ করে দেখেন সেটি বনদপ্তরের জায়গায় পড়ছে। এরপরই সেই নির্মাণ নিজেরাই ভেঙে গুঁড়িয়ে দিলেন।
/anm-bengali/media/media_files/2025/06/07/7sisROucIaFiTvtSti33.jpeg)
গোপগড় বিটের ভারপ্রাপ্ত অফিসার মলয় নন্দী বলেন, “আমরা খবর পেয়েছিলাম এক ব্যক্তি বনদপ্তরের জায়গায় অবৈধভাবে নির্মাণ করছেন। সেই জায়গা পরিমাপ করে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে”। বনদপ্তরের জায়গায় কোনভাবে অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকরা।