ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন, তড়িঘড়ি ছুটল হাসপাতালে

অসুস্থদের নিয়ে আসা হল হাসপাতালে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-18 at 2.38.21 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়াতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৫ জন। 

জানা যায়, গতকাল সন্ধায় যারা এই ফুচকা খেয়েছেন তাদের প্রত্যেকেরই  হঠাৎ রাত্রির পর থেকে পায়খানা এবং বমি শুরু হয়। এই মুহূর্তে অসুস্থ ১৫ জন ক্ষীরপাই  হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে বলে জানা যায়। চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য , গতকাল যারা ফুচকা খেয়েছে গ্রামে শুধু তারাই অসুস্থ হয়ে পড়েছে।  ফুচকা বা জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল যার কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করছে চিকিৎসকেরা।

Pani-Puri or Fuchka!! via FoodPorn on June 05 2019 at 01:22PM | Indian ...