IIT পড়ুয়া কোভিডে আক্রান্ত, তড়িঘড়ি বসল বৈঠক

বীরভূম থেকে আইআইটিতে ফেরে তারপরেই আক্রান্ত হয় সে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-30 at 17.27.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবার কি মহামারী দেখা দিতে চলেছে গোটা দেশজুড়ে! সেই চিন্তায় চিন্তিত গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর। কারণ জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিললো আইআইটি খড়গপুরে। এক ২৬ বছর বয়সী পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর ও আইআইটি খড়গপুরের সূত্রে জানা গেছে। 

যদিও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেও। জানা গেছে, ওই পড়ুয়া বীরভূম থেকে আইআইটিতে ফেরে আর তারপরেই আক্রান্ত হয় সে। তার মধ্যে করোনার যাবতীয় উপসর্গ ছিল। এরপরই ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বেশ কিছু উপসর্গ থাকায়, মঙ্গলবারই ওই পড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়।

WhatsApp Image 2025-05-30 at 08.35.01

স্বাস্থ্য দপ্তর ও আইআইটি খড়গপুরের একটি সূত্রে জানা গেছে, জ্বর, সর্দিকাশি, গন্ধহীনতা সহ একাধিক উপসর্গ ছিল ওই পড়ুয়ার। তারপরই তাঁর কোভিড টেস্ট করা হয়। যদিও এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এদিন জেলা কালেক্টরের পুরনো বিল্ডিং-এ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে জেলা শাসক ছাড়াও ছিলেন সকল ব্লক এবং ডিভিশনের স্বাস্থ্য আধিকারিকেরা। ছিলেন ডিভিশনের মহকুমা শাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। এই বৈঠকে মূলত আলোচনা হয় মহামারী যদি আবার প্রকট আকারে দেখা দেয় সেই ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত।