নিজস্ব সংবাদদাতা: ফের আইআইটি খড়গপুরে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। রবিবার রাতে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার। তিনি ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু হলে থাকতেন তিনি। ওই হলের সি-২১৪ রুম থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। কী কারণে এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/f26637c7-3f5.png)