New Update
/anm-bengali/media/media_files/GOrvNV14YHVVztR9Cjdx.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে করা যাবে না প্রাইভেট টিউশন। এমনই কড়া নির্দেশিকা দিল মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ।
/anm-bengali/media/post_attachments/ce9c555c-7b1.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, সরকারি স্কুলে শিক্ষকতা করা সত্ত্বেও এবার থেকে আর করা যাবেনা প্রাইভেট টিউশন। কোনও শিক্ষকের এমন করার কথা জানা গেলে বাতিল করা হবে তার চাকরি।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বেশ কয়েক বছর আগেই শিক্ষা পর্ষদ এমন নির্দেশিকা দিয়েছিল। তবে সেই নির্দেশিকাকে অমান্য করে অনেকেই প্রাইভেট টিউশন পড়ান, তাই এবার কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us