New Update
/anm-bengali/media/media_files/JEKsEzf43pKW7AhTBbXu.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় বাংলা জুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। প্রতিবাদে নেমেছে ছাত্রযুব সংগঠন। রাজ্যের বুদ্ধিজীবীরাও আজ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। বিচারের দাবীতে সাধারণ জনগণ আজ উত্তেজিত হয়ে উঠেছে।
/anm-bengali/media/post_attachments/69f807a09747ca8729c743e2b6cb4e37e6a07ffd64f11adc5f16dfb6b6e6e61e.gif)
এই আবহেই এক বিতর্কিত মন্তব্য করে বসলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। তিনি প্রতিবাদী চিকিৎসকদের এক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, '' অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে গেলে এবার জনরোষ তৈরি হবে। 'অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না। ''
/anm-bengali/media/post_attachments/d11aee18-29d.png)
সাংসদের এই বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us