New Update
/anm-bengali/media/media_files/4vVQoOCvaF333ZoqU0Ws.jpg)
নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চিরিপিটি গ্রামে পুলিশের উদ্যোগে সহায় ক্যাম্পের আয়োজন করা হয়।
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সহায় ক্যাম্পের মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলের চিরিপিটি গ্রামে ১৪ টি আদিবাসী পরিবারের হাতে "জাতিগত শংসাপত্র" তুলে দেন নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল। পুলিশের উদ্যোগে আয়োজিত সহায় ক্যাম্পে ওই এলাকার আদিবাসী মানুষজন উপস্থিত হয়েছিলেন। উপস্থিত আদিবাসী মানুষদের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল বলেন, ''আপনাদের যা কিছু প্রয়োজন হবে আমাকে জানাবেন। আপনাদের কোন সমস্যা থাকলেও আমাকে জানাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। পুলিশ আপনাদের শত্রু নয়, পুলিশ আপনাদের বন্ধু।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us