BREAKING: "আগামীকাল দল ছাড়ছি, ২২ ডিসেম্বর নতুন পার্টি লঞ্চ করব"- সোজা হুঙ্কার এই বিধায়কের

জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-04 at 1.52.39 PM (1)

নিজস্ব সংবাদদাতা: ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করল তৃণমূল। এই সিদ্ধান্তের পরেই রেজিনগরের বাসিন্দা ও বিধায়ক হুমায়ূন কবির দিলেন হুঙ্কার। আগামীকাল অথবা বৃহস্পতিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। শনিবার বাবরি মসজিদের শিলান্যাসে অনড় হুমায়ূন কবির। 

ডেকে এনে অপমান, ষড়যন্ত্রের অভিযোগ তুললেন হুমায়ূন কবির। বলেন, "ফিরহাদ হাকিমের কথার জবাব দেব না। আগামীকাল দল ছাড়ছি। ২২ ডিসেম্বর নতুন পার্টি লঞ্চ করব"।

Humayun