মাড়তলা প্রিমিয়ার লিগের ফাইনালে বিধায়ক

উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 6.59.21 PM

UUUU

নিজস্ব সংবাদদাতা : গত তিন দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মাড়তলা হাইস্কুল মাঠে, মাড়তলা আমরা কজনের পরিচালনায় তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মাড়তলা প্রিমিয়ার লিগ-২০২৫। আজ রবিবার বিকেলে এই লিগের ফাইনালে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন আই পি এস অফিসার হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, বিধায়ক প্রতিনিধি বিবেকানন্দ মুখার্জী-সহ অনান্যরা। ম্যাচে জয়ী হয়েছে জে বি স্টার কেশপুর এবং বিজীত মেচগ্রাম ইলেভেন।

digbijay da add

তাদের হাতে সুদৃশ্য ট্রফি ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। উদ্যোক্তারা জানান এটা তাদের প্রথম বছর। মেঘলা আকাশ থাকায়, চিন্তা ছিল। তবে খেলা ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আগামী দিনে আরও বড় করে এই লিগ করার চিন্তাভাবনা রয়েছে ৷