/anm-bengali/media/media_files/2024/11/27/1000111780.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের বেলডাঙায় 'বাবরি মসজিদ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেওয়া বিতর্কের পর আজ রবিবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জোর দিয়ে বলেছেন যে তাঁর এই পদক্ষেপের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই এবং তিনি এই মসজিদ নির্মাণ সম্পন্ন করেই ছাড়বেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিতর্কিত পরিস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হুমায়ুন কবীর বলেন, মসজিদ নির্মাণের এই উদ্যোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি ধর্মের প্রতি তাঁর আস্থার প্রকাশ। তিনি বলেন,''গতকাল আমি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি আলাদা, আর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর আলাদা।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/07/screenshot-2025-12-0744-am-2025-12-07-09-46-13.png)
কলকাতার ব্রিগেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত বিশাল গীতা পাঠের অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবীর ঘোষণা করেন, তিনিও পাল্টা একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবেন।
তিনি জানান,"যে উদ্দেশ্যে সনাতন সংস্কৃতি সংসদ পবিত্র গীতা পাঠ করাচ্ছে, আমরা সেই একই উদ্দেশ্যে কোরান পাঠ করাব। আমরা ১ লক্ষ মানুষকে জড়ো করব, তাদের খাওয়াব, আর তারপর বাবরি মসজিদের কাজ শুরু হবে।"
#WATCH | Murshidabad: Suspended TMC MLA Humayun Kabir says, "Yesterday, I laid the foundation stone of the Babri Masjid, and it has no connection to politics. Politics is separate, and the foundation of the Babri Masjid is separate... For the same purpose for which the Sanatan… pic.twitter.com/1JdR3bg6fP
— ANI (@ANI) December 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us