রাস্তার অবস্থা বেহাল ! 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক ড: হুমায়ুন কবীর

বেহাল রাস্তাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-03 at 8.36.12 PM

ROAD

নিজস্ব সংবাদদাতা : এলাকার রাস্তা একেবারেই বেহাল, তাই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে গিয়ে, এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর। এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের কুমারসাণ্ডা এলাকার ঘটনা। গতকালই রাজ্য জুড়ে শুরু হয়েছে, 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প। সেই ক্যাম্প পরিদর্শনে গিয়েই এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন এলাকার বিধায়ক। ঐ এলাকার একটি গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল। ঐ এলাকাতেই রয়েছে স্কুল, কিন্তু দীর্ঘদিন ধরে কোনও সংস্কার হয়নি। সেই রাস্তা সংস্কারের দাবিতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এমনটাই অভিযোগ ওঠে এসেছে।

WhatsApp Image 2025-08-03 at 6.13.05 PM
HUMAYUN KABIR

যদিও এই বিষয়ে ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর জানান,''এলাকার মানুষজন তাদের সমস্যার কথা বিধায়ককে জানাবে এটাই তো স্বাভাবিক।   যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকার রাস্তা আমাদের প্রথম অগ্রাধিকার লিস্টে রয়েছে। আপাতত বিডিওকে বলেছি সংস্কার করে দেওয়ার জন্য। মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক।''