ফের মানবিক পুলিশ

পুলিশের সাফল্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-26 4.31.11 PM

পূর্ব মেদিনীপুর, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মালিকদের মারিশদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, ১৬০ টি স্মার্ট ফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে গত মে, জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, রামনগর, দীঘা মোহনা, দীঘা, জুনপুট কোস্টাল, মারিশদা, খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে মালিকদের ডেকে এই ফোনগুলো হস্তান্তর করা হয়।

ফিরে পাওয়া মোবাইল মালিকেরা বলেন, "আমাদের  স্মার্ট ফোনগুলি হারিয়ে যাওয়ার পর আমরা থানায় অভিযোগ করেছিলাম। তবে মোবাইল ফিরে পাওয়ার আসা করিনি। ফিরে পেয়ে খুবই আনন্দ লাগছে। পুলিশ ভালো কাজ করছে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ।"

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, "আমরা গত কয়েক মাসে মহকুমার বিভিন্ন থানায়  হারিয়ে যাওয়া মোবাইলগুলির অভিযোগের ভিত্তিতে ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। এরকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারে দেখছি। আগামীদিনে এলাকার মানুষের সব রকম সমস্যায় আমরা আরও বেশি সচেষ্ট হবো। আপনারা থানায় আসবেন, সমস্যার কথা বলবেন, পুলিশ নিশ্চিত আপনাদের পাশে থাকবে"।