নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পিংলার মুন্ডমারি থেকে বড়িশা পর্যন্ত রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একাধিক সুবিসাল শুকনো গাছ সাধারণ মানুষের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, যেকোনো মুহূর্তে এসব গাছ ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বিষয়ের কথা জানা সত্ত্বেও প্রশাসন উদাসীন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা এসব গাছের ডাল প্রায়ই ভেঙে পড়ে, যা পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও গাছগুলি সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক বাসিন্দা বলেন, " প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। কোনোদিন যদি এই গাছ পড়ে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। " পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং জানান, " এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। স্থানীয় মানুষের সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য। "
স্থানীয়দের দাবি, অবিলম্বে এসব মরা গাছ সরিয়ে ফেলতে হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসন এই বিষয়ে কতটা দ্রুত পদক্ষেপ নেয়, তা এখন দেখার।