/anm-bengali/media/media_files/2025/04/28/gNDIiCFmJNrYj6je3oLO.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা হবে দিঘায় তৈরি হওয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের জগন্নাথ ধামের। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল সৈকত নগরীকে। ইতিমধ্যেই দিঘায় মোতায়েন হয়েছে বিশাল পরিমানে পুলিশ বাহিনী। নজরদারি শুরু হয়েছে দিঘা গেট সহ ওড়িশার সীমান্ত এলাকাতেও। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার জানিয়েছেন, “ইতিমধ্যে দিঘা গেটের কাছে চেকপোস্ট বসানো হয়েছে। সোমবার বেলার দিক থেকে ওল্ড দিঘায় যান চলাচল সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করা শুরু হবে। আগে থেকেই নজরদারি রয়েছে হোটেলসহ পর্যটকদের আনাগোনাতেও"। আগামী কয়েকটা দিন দিঘার সুরক্ষা ব্যবস্থায় কোনও খামতি রাখা হবে না বলে জানিয়েছেন তিনি।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, দিঘায় আয়োজিত এই মেগা ইভেন্টে যোগ দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ২৮ তারিখ বিকেলে দিঘায় আসতে পারেন। তবে অন্য একটি সূত্রের খবর, ২৯ তারিখ মহাযজ্ঞ শুরু হওয়ার পর কপ্টারে করে দিঘায় এসে সরাসরি সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী যোগ দেবেন। আর এই মেগা ইভেন্ট সামলাতে কমপক্ষে ৮০০ পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এর জন্য পূর্ব মেদিনীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বিপুল পরিমানে ফোর্সবাহিনী দিঘায় নিয়ে আসা হচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার থেকে বুধবার পর্যন্ত ওল্ড দিঘা থেকে নিউ দিঘা জগন্নাথ ধাম পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
মন্দির সূত্রে খবর, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তার উপাচার শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দ্বৈত্যপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ সভাপতি রাধারমন দাসসহ ইসকনের বিভিন্ন শাখার প্রায় ৬০ জন ভক্ত যারা মাঙ্গলিক কাজে হাত লাগিয়েছেন। বৃহস্পতিবার থেকে প্রায় ১ কোটি মন্ত্রোচ্চারণের লক্ষ্যে চারটি কুন্ডের মাঝে মহাকুন্ড জ্বালিয়ে চলছে হোম-যজ্ঞ। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জগন্নাথদেবের বসার পিঁড়ির পুজো শেষ হয়েছে। দুগ্ধস্নান সম্পন্ন হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের। এছাড়াও মন্দিরে থাকা লক্ষ্মী, বিমলা, সত্যভামা সহ সমস্ত দেবদেবীর মূর্তিকেও দুগ্ধস্নান করানো হয়েছে। দিঘা জুড়ে মাইকে বাজছে মাঙ্গলিক সানাইয়ের সুর। ২৯ তারিখ হবে মহাযজ্ঞ। ওইদিন পর্যন্ত প্রত্যহ হোমযজ্ঞ চলবে বলে মন্দির সূত্রে জানানো হয়েছে।
মহাযজ্ঞের দিন জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ দিঘায় আসছেন। তৃণমূলের তরফেও বিধায়কসহ নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আসার ব্যবস্থা করা হচ্ছে। এরই পাশাপাশি জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে পর্যটকদেরও বিপুল ভিড় উপচে পড়বে বলেই প্রশাসন সূত্রে দাবি। তবে এই সময় দিঘায় হোটেলগুলোয় রুম পাওয়ার ক্ষেত্রে পর্যটকদের যথেষ্ট বেগ পেতে হতে পারে বলেও আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা। একাধিক হোটেল সূত্রে দাবি, বেশ কয়েকমাস আগে থেকেই হোটেলগুলিতে অনেক পর্যটক আগাম বুকিং করে রেখেছেন। তাছাড়া প্রশাসনের তরফেও একাধিক হোটেল আগাম নিয়ে রাখা হয়েছে। জগন্নাথ ধামের অনুষ্ঠানের সুরক্ষার দায়িত্বে থাকা প্রচুর পুলিশ, প্রশাসনের লোকজন ও অতিথিদের থাকার জন্য এই হোটেলগুলি নেওয়া হয়েছে বলে খবর। সব মিলিয়ে সোমবার থেকে বুধবার পর্যন্ত দিঘায় হোটেল পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে বলেই হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি। যদিও দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশানের যুগ্ম সম্পাদক বিপ্রদায় চ্যাটার্জী জানিয়েছেন, "প্রশাসনের তরফে প্রয়োজন মতো কিছু হোটেল বুকিং রাখা হয়েছে। তবে এই তিনদিন পর্যটকদের থাকার ক্ষেত্রে বিশেষ সমস্যা হবে না"। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আসা পর্যটকদের থাকার ব্যবস্থা হয়ে যাবে বলেই আশ্বস্ত করেছেন তিনি।
রবিবার ছুটির দিন থাকায় দিঘায় পর্যটকদের ব্যাপক ভিড় ছিল। উৎসাহী পর্যটকরা ইতিমধ্যেই মন্দিরের সামনে ভিড় জমিয়ে সেলফি তুলছেন। তবে সাধারণ মানুষদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এখন সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। মন্দিরের সামনে ও আশেপাশের এলাকায় কড়া প্রহরায় রয়েছে পুলিশ বাহিনী। জগন্নাথ মন্দির উদ্বোধনের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পোস্টারে পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রঙিন আলোয় সেজে উঠেছে ওল্ড দিঘা থেকে নিউ দিঘার বিস্তীর্ণ রাস্তা। লাগানো হয়েছে একাধিক আলোর গেট। তবে শনিবার রাতের দিকে কালবৈশাখীর ঝড়ে বিশালাকায় একটি লাইট গেট রাস্তার ওপর ভেঙে পড়ে। এর জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। তবে প্রশাসনের তৎপরতায় দ্রুততার সঙ্গে ভেঙে পড়া লাইট গেট খুলে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/h-upload/2024/12/11/822342-mamata-815862.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us