প্রবল বর্ষণে ভাসল হাওড়া শহর! ব্যাহত জনজীবন

চারিদিকে জল জমে রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-23 at 4.31.00 PM

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। শিবপুর, শালিমার, ডুমুরজলা, কাসুন্দিয়া, ইছাপুর, কদমতলা, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা অঞ্চলসহ দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া, উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চলে জমেছে বৃষ্টির জল। মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েছেন।  

হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় ৭০ টি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে। যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টির জেরে কোনো বিপর্যয়ের বা দুর্ঘটনার কোনো খবর এখনও পর্যন্ত নেই।

Screenshot 2025-09-23 144515