জমির অধিকার রক্ষার প্রশ্নে ডেবরায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলো সিপিএম !

ডেবরায় বিক্ষোভ কর্মসূচি সিপিএম-এর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-28 at 9.36.44 PM

CPM

নিজস্ব সংবাদদাতা : গতকাল সোমবার বিকেলে, পশ্চিম মেদিনীপুর জেলার ব্লক সিপিএমের পক্ষ থেকে, জমির অধিকার রক্ষার্থে পুলিশের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ডেবরা থানায় বিক্ষোভ দেখানো হয়। এদিন ডেবরার বালিচক এলাকায় সিপিএমের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এরপর ডেবরা থানার গেটে বিক্ষোভ দেখান সিপিএমের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার DYFI এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, সিপিএম নেতা প্রানকৃষ্ণ মন্ডল সহ অন্যান্যরা। এদিন ডেবরা থানার সামনে বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ দেখান তারা। 

WhatsApp Image 2025-07-28 at 9.36.45 PM
CPM