ইলেকট্রিক বিল ২ লক্ষ ৮৩ হাজার, রাতের ঘুম উড়ল বৃদ্ধের

ভূমিহীন বৃদ্ধ ইলেকট্রিক বিল নিয়ে পড়েছে চরম সমস্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 3.21.17 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উড়ল বৃদ্ধ গোলাম নবী খানের। বাড়িতে রয়েছে বিপিএল মিটার যার বিল এসেছে ২ লক্ষ ৮৩ হাজার টাকা। বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বৃদ্ধ একাধিকবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলেও নাকি মেলেনি কোন সূরাহা। এলাকাবাসী বলছেন অবিশ্বাস্য বিল, এটা কখনোই হতে পারে না। এদিকে গোলামকে ভরসা জোগাচ্ছে এলাকার সাধারণ মানুষ। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের  ধাইখন্ড গ্রামে। 

ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান ছাড়াও এলাকার প্রত্যেকেরই দাবি এলাকার শিলাবতি নদীর গর্ভে বেশ কয়েক বছর আগে তলিয়ে গিয়েছে গোলামের একমাত্র বসত বাড়ি। তারপর থেকে গ্রামে মেয়ের বাড়িতে উঠেছে গোলাম। বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ দপ্তর থেকে ইলেকট্রিক মিটার সংযোগ নিয়েছিল গোপাল গোলাম। হঠাৎ করে কয়েক বছর আগে গোলামের প্রথম বিল আসে  ১ লক্ষ ৯৩ হাজার টাকা। সেই বিল দেখে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেছিল, লিখিত আবেদনও করেছিল। ফের কয়েকদিন আগে হঠাৎ গোলামের বিল আসে ২ লক্ষ ৮৩ হাজার টাকা। এখন দেখার বিপিএল তালিকাভুক্ত এই গোলামের বিষয়ে কি সমাধান সূত্র বের হয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রকোনা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ২০১০ সাল থেকে কোনও বিদ্যুৎ বিল মেটাইনি ওই ব্যক্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

WhatsApp Image 2025-12-11 at 3.21.17 PM (1)