পুলিশের গোপন অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ডোমকলে পুলিশের গোপন অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আরব আলী ওরফে বদর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-06-30 at 10.24.20

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ডোমকল থানার পুলিশ। ২৯ জুন রাত থেকে ৩০ জুন ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে পশ্চিম কুচিয়ামোরা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আরব আলী ওরফে বদর। তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতের হেফাজত থেকে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, তার মধ্যে রয়েছে, একটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি .৩০৩ রাইফেল, দুটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি ১২ বোরের আগ্নেয়াস্ত্র, একটি উন্নত মানের দেশীয় তৈরি ৭ মিমি পিস্তল, ম্যাগাজিন সহ চার রাউন্ড .৩০৩ গুলি, বিশ রাউন্ড ১২ বোরের গুলি, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলি। 


পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জমা করে রেখেছিল। অস্ত্রগুলির উৎস, সম্ভাব্য ক্রেতা কিংবা অন্য কোনো চক্রের সঙ্গে যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতারকৃত আরব আলীকে সোমবার ডোমকল এলডি আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডোমকল থানা জানিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও অভিযান চালানো হবে।