অভিষেককে স্বাগত জানাতে সেজে উঠছে হাওড়া

৩৮তম দিনে তৃণমূলের নবজোয়ার যাত্রা প্রবেশ করবে হাওড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে জেলা জুড়ে সাজো সাজো রব।অভিষেকের চূড়ান্ত সফরসূচি জেলা নেতৃত্বের তরফে প্রকাশিত হলে ৩০ মে।

author-image
Pallabi Sanyal
New Update
৪৫

নিজস্ব সংবাদদাতা : ৩৮তম দিনে  তৃণমূলের নবজোয়ার যাত্রা প্রবেশ করবে হাওড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে জেলা জুড়ে সাজো সাজো রব। প্রাথমিকভাবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, ৩ জুন শনিবার বাগনান থেকে হাওড়ায় সফর শুরু  করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই দিন দুপুরেই  ১৬ নং জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড় থেকে শুরু হবে অভিষেকের পদযাত্রা। বিকেলে  খালোড় কালিবাড়িতে পুজো দেবেন অভিষেক। এরপর যাবেন শ্যামপুকুরে। সেখানে সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠের জনসভা রয়েছে তার। নির্ধারিত সফরসূচিতে  শ্যামপুরের ৫৮ গেটেও যাওয়ার কথা ডায়মন্ডহারবারের সাংসদের।  ৫৮ গেট পিকনিক থেকে শুরু করে ভ্রমণের জন্যও পর্যটকদের খুবই পছন্দের একটি পর্যটনকেন্দ্র। সেখান থেকে  উলুবেড়িয়া শহর পরিক্রমা সেরে  খলিশানি কালীতলায় পদযাত্রা করবেন অভিষেক। ১৬ নম্বর জাতীয় সড়কে  রঘুদেবপুরে নেতাজী সংঘের মাঠে রয়েছে দলীয় অধিবেশন। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য চলবে ভোট গ্রহণ।রবিবার আবার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে রয়েছে এক সম্মেলন। সেখানেও থাকবেন অভিষেক। প্রাথমিকভাবে এমন তথ্য জানা গেলেও অভিষেকের চূড়ান্ত সফরসূচি জেলা নেতৃত্বের তরফে প্রকাশিত হলে ৩০ মে।